এসইও

SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রায় সবার কাছেই পরিচিত একটি শব্দ। পরিচিত হবেই বা না কেন ডিজিটাল মার্কেটিং এর অনেক বড় একটি সেক্টর হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)। যে কোন ওয়েব সাইটকে সার্চ ইঞ্জিন এর কাছে র‍্যাঙ্ক পেতে বা সঠিক অডিয়েন্সের কাছে পৌছে দিতে দারুণ ভাবে সাহায্য করে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। 

ফেসবুক মার্কেটিং'

facebook হল একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে আমাদের প্রজন্মের বেশিরভাগ মানুষপ্রতিদিন কমপক্ষে এক ঘন্টার বেশি ব্যয় করে, এর মানে আপনার বর্তমান গ্রাহক, নতুনগ্রাহক এবং আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানে আগ্রহী ব্যক্তিদের কাছে আপনার বিজ্ঞাপন পৌঁছানোরসুযোগ রয়েছে।


ইউটিউব মার্কেটিং

উটিউব মার্কেটিং হলো বর্তমানে ইন্টারনেটে যেকোনো সার্ভিস বা পন্য মার্কেটিং বা প্রচার করার সেরা এবং জনপ্রিয় উপায়।আসলে ইউটিউব এর মাধ্যমে মার্কেটিং করা মানে অনলাইনে ভিডিও এর মাধ্যমে মার্কেটিং করা।এজন্য ইউটিউব মার্কেটিং কে বলা হয় ভিডিও মার্কেটিংইউটিউব মার্কেটিং মোটেওব্যয়বহুল না, ফলে সব ধরণের মানুষই ভিডিও মার্কেটিং ব্যবহার করতে পারে।

ই-মেইল মার্কেটিং

ইমেইল মার্কেটিং হচ্ছে এমন একধরনের মার্কেটিং যেটি ই-মেইলের মাধ্যমে কাস্টমারদের কাছে খুব সহজেই নিজের বিজনেজ এডস দেয়া যায়। এই ই-মেইল মার্কেটিং সাধারনত তিনটি জিনিস ফলোও করে থাকে তবে ক্ষেত্র বিশেষে বেশিও হতে পারেপ্রথমত ই-মেইলের মাধ্যমে কাস্টমারদের কাছে নিজের প্রোডাক্টের এড দেয়া যায়।

এসএমএস মার্কেটিং

SMS বা short message service হল আপনার কাছ থেকেশ্রোতাদের জন্য একটি ব্যক্তিগত বার্তা। যে কোনো সম্পর্ক গড়েতোলার মূল বিষয় হল যোগাযোগ,এসএমএস বিজ্ঞাপন এই সম্পর্ক তৈরি করার সময় অনেকউপকারী হতে পারে।এসএমএস মার্কেটিং আপনাকে একই সময়ে বিপুল সংখ্যকলোকের কাছে মেসেজ পৌঁছানোর সাহায্য করে।

গুগল এডস

গুগল, এমন একটি সার্চ ইঞ্জিন যেখানে মানুষ প্রতিনিয়ত নানান রকম জিনিস খুজে থাকে। আপনি আপনার প্রোডাক্টটিকে যদি মানুষের কাছে পৌছাতে চান তাহলে গুগল এডস হতে পারে আপনার একটি সমাধান। আপনি গুগোল এডস এর মাধ্যমে পেয়ে যেতে পারেন আপনার কাঙ্খিত কাস্টমারকে ।নিজের অনলাইন সেল বৃদ্ধি করুন, নিজের ওয়েবসাইটে ভিজিটর বাড়ান।

ডোমেইন হোস্টিং

আমরা জানি একটি ওয়েবসাইট তৈরী করতে ডোমেইন এবং হোষ্টিং এর প্রয়োজন হয় কিন্তু এই ডোমেইন এবং হোষ্টিং কিভাবে কাজ করে, এর নেপথ্যে কি ধরনের প্রযুক্তি রয়েছে তা বেশীরভাগ মানুষেরই অজানা।সহজ ভাষায় বলতে গেলে ডোমেইন এবং হোষ্টিং বলতে গেলে একটি ওয়েবাসাইট এর খুটি। 

কনটেন্ট রাইটিং

কনটেন্ট রাইটিং -বর্তমানে যে কোনো কাজের সেক্টর হোক বা বিজনেস হোক অথবা কেউ যদি নিজের পার্সোনাল ওয়েবপেজও অন্যের কাছে উপস্থান করতে চায় সুন্দর ভাবে তাহলে যেই জিনিসটি সব চেয়ে বেশি প্রয়োজন তা হচ্ছে প্রপার কনটেন্ট রাইটিং ।

প্রোডাক্ট ফটোগ্রাফি

ওয়েবসাইট ও ফেসবুক মার্কেটিং সফল করতে চাইলে মাত্র ২টি বিষয়ে নজরদারী বাড়ান-সেল বহুগুন বেড়ে যাবে। কনটেন্ট ও প্রোডাক্ট ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি। ২০২২ সালের সেরা এই টিপসটি কাজে একবার লাগিয়েই দেখুন-রেজাল্ট পাবেন সাথে সাথেই।