ইউটিউব মার্কেটিং (Youtube Marketing)

ইউটিউব ভিডিও মার্কেটিং

      ইউটিউব মার্কেটিং হলো বর্তমানে ইন্টারনেটে যেকোনো সার্ভিস বা পন্য মার্কেটিং বা প্রচার করার সেরা এবং জনপ্রিয় উপায়।আসলে ইউটিউব এর মাধ্যমে মার্কেটিং করা মানে অনলাইনে ভিডিও এর মাধ্যমে মার্কেটিং করা।এজন্য ইউটিউব মার্কেটিং কে বলা হয় ভিডিও মার্কেটিং ইউটিউব মার্কেটিং মোটেও ব্যয়বহুল না, ফলে সব ধরণের মানুষই ভিডিও মার্কেটিং ব্যবহার করতে পারে।যেহেতু গুগলের পরই দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন হলো ইউটিউব, ফলে তা সব রকমের কাস্টমারের জন্য একটি উপযোগী মার্কেটপ্লেস।আর্টিকেল পড়ার চেয়ে ভিডিও দেখতে এখন গ্রাহকরা আগ্রহী।

অনেক বিষয় আছে যেগুলো আর্টিকেলে বুঝানো সম্ভব হয় না, সেগুলো সহজেই ভিডিওর মাধ্যমে বুঝানো যায়।আর্টিকেল শুধু যারা পড়তে পারে তাদের জন্য কিন্ত ভিডিও নিরক্ষর মানুষ বা বাচ্চারাও দেখতে পারে।ছবি তুলে একটা পন্যকে যতটা আকর্ষণীয় করা যার ভিডিও করে তার চেয়ে ভালভাবে, বিভিন্ন আঙ্গিকে পন্যকে উপস্থাপন করা যায়।ভিডিও মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং মোটেও ব্যয়বহুল না, ফলে সব ধরণের মানুষই ভিডিও মার্কেটিং ব্যবহার করতে পারে।যেহেতু গুগলের পরই দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন হলো ইউটিউব, ফলে তা সব রকমের কাস্টমারের জন্য একটি উপযোগী মার্কেটপ্লেস।

ভিডিও মার্কেটিং

এখনকার ক্লায়েন্টরা সেই সাইটগুলিতে বিশ্বাস করে যেখানে তারা পণ্যটি ভিডিও আকারে দেখতে পারে এবং অন্যান্য গ্রাহকদের কাছ থেকে ফিডবেক পেতে পারে। ভিডিও মার্কেটিং হল একটি উদ্ভাবনী বিজ্ঞাপনের কৌশল যা আপনার ওয়েবসাইটে বা পেইজে সর্বাধিক ভিজিটর আনতে এবং বিক্রয় উন্নত করতে পারে।

ভিডিও বিষয়বস্তু সম্ভাব্য গ্রাহকদের কাছে আকর্ষণীয় করে, গ্রাহকদের নিয়মিত কাস্টমারে রূপান্তর করে। ভিডিও মার্কেটিং কৌশলটি ছোট ভিডিও নিয়ে গঠিত, এতে আপনার পণ্য এবং পরিষেবাগুলিকে বিস্তারিত ভাবে গ্রাহকের কাছে তুলে ধরা যায়।