ডোমেইন হোস্টিং (Domain Hosting)
আমরা জানি একটি ওয়েবসাইট তৈরী করতে ডোমেইন এবং হোষ্টিং এর প্রয়োজন হয় কিন্তু এই ডোমেইন এবং হোষ্টিং কিভাবে কাজ করে, এর পিছনে কি ধরনের প্রযুক্তি রয়েছে তা বেশীরভাগ মানুষেরই অজানা। সহজ ভাষায় বলতে গেলে ডোমেইন এবং হোষ্টিং বলতে গেলে একটি ওয়েবাসাইট এর খুটি। খুটি ছাড়া যেভাবে একটি বাড়ী থাকতে পারে না ঠিক একইভাবে ডোমেইন এবং হোষ্টিং ছাড়া একটি ওয়েবসাইট সম্প্রচার করা যায় না। আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজ করি তখন একটি এড্রেস বা লিংক প্রয়োজন হয়। যেমন ফেসবুকে যেতে হলে আমাদেরকে facebook.com লিখে সার্চ করতে হয়। এছাড়াও গুগল, ইউটিউব এর কথা কারইবা অজানা।
মোবাইলের মেমোরী কার্ডে একটি অডিও বা ভিডিও সেভ করে দেখেন ঠিক একইভাবে ওয়েবসাইট এর ডাটাগুলো সেভ রাখার জন্য মেমোরী কার্ড রয়েছে। এই মেমোরী কার্ডকে সার্ভার বলা হয়। যেহেতু সার্ভারে বিভিন্ন ডাটা সেভ রাখা হয় বা হোষ্ট করা হয় তাই এটিকে হোষ্টিং হিসেবে নামকরণ করা হয়েছে। বর্তমান বিশ্বে অনেক বড় বড় ডোমেইন এবং হোষ্টিং কোম্পানী রয়েছে যেখান থেকে আপনি ডোমেইন এবং হোষ্টিং ক্রয় করতে পারেন। তবে এর জন্য আপনার ডুয়েল কারেন্সী ক্রেডিট বা ডেবিট কার্ড প্রয়োজন হবে।আপনার যদি ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড না থাকে তবে দেশীয় বিভিন্ন কোম্পানী থেকেও বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে ডোমেইন হোষ্টিং ক্রয় করতে পারেন। এছাড়াও সবচেয়ে কম প্রাইসে ভালো সার্ভিস পেতে নেক্সাস আইটিতে ট্রাই করতে পারেন।