এসইও(SEO)
SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রায় সবার কাছেই পরিচিত একটি শব্দ। পরিচিত হবেই বা না কেন ডিজিটাল মার্কেটিং এর অনেক বড় একটি সেক্টর হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)। যে কোন ওয়েব সাইটকে সার্চ ইঞ্জিন এর কাছে র্যাঙ্ক পেতে বা সঠিক অডিয়েন্সের কাছে পৌছে দিতে দারুণ ভাবে সাহায্য করে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আবার ওয়েব সাইট যখন র্যাঙ্ক পেয়ে যায় তখন প্রতিনিয়ত কাজ করতে হয় র্যাঙ্ক ধরে রাখতে । প্রয়োজন হয় এসইও এক্সপার্ট এর।
কেন আমারা SEO এর ব্যবহার করবো ?
ধরুন আপনার একটি SHOPPING MALL বিষয়ক সাইট আছে যা বর্তমানে #১০ এ অবস্থান করছে। আপনি চাচ্ছেন কেউ যদি search engine এ \”SHOPPING MALL \” লিখে search করে তাহলে এটি #১ অবস্থানে দেখাবে – এটা করতে হলে আপনাকে ঐ সাইট এর seo করতে হবে। seo সাধারণত কোন popular search term বা keyword ব্যবহার করে করা হয়। এখন আপনি যদি seo করে আপনার Brand name কে উপরের দিকে নিতে চান এবং সফলও হন, তাহলেও এটিকে ঠিক seo বলা যায় না। কারণ search engine যথেষ্ট smart এবং seo আপনার company name ও keyword কে খুব সহজেই আলাদা করতে পারে। আর প্রধান ব্যাপার হল, যে keyword এর জন্য যত প্রতিযোগীতা, সেই keyword এ rank করা তত কঠিন।
এই জন্য seo শুরু করার আগে কিছু planning করে নেয়া ভাল। ধরুন, আপনি একটি নতুন সাইট খুললেন, যে বিষয়ে আগে থেকেই লাখ লাখ প্রতিযোগী আছে, আর অন্য একজন একটা সাইট বানাল যে বিষয়ে হয়ত ১০০০টা সাইট আছে, এখন আপনিই বলুন কোথায় প্রতিযোগীতা করা সহজ হবে লাখের ভেতরে না হাজার এর ভিতরে?
এই কারণে সাইট এর সঠিক seo planning এর জন্য সঠিক keyword নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। keyword selection ঠিক না হলে আপনি আপনার কাঙ্খিত ফলাফল পাবেন না। কারণ কোন মানুষ যখন Search engine কোন কিছু খোজে তখন এই search term গুলো ব্যবহার করে। কাজেই আপনি যদি না জানেন যে মানুষ কি খুজছে, তাহলে আপনি কিভাবে তাদের প্রয়োজন পূরণ করবেন।
NEXUS IT এর মাধ্যমে আপনারা পাবেন SEO Digital marketing এর প্রিমিয়াম সার্ভিস।
অন পেজ এসইও
একটি ওয়েবসাইটকে এসইও করার জন্য ঐ ওয়েবসাইট এর ভিতরে যেসকল কাজ করা হয় তাকে অন পেইজ এসইও বলা হয়… অফ পেইজ এর তুলনায় সকল সার্চ-ইঞ্জিন গুলো একটি ওয়েবসাইট এর অন পেইজ কেমন সেটা দেখেই বেশির ভাগ সময় র্যাঙ্ক সাজিয়ে থাকে।
আপনি যদি আপনার কোনো ওয়েবসাইটে ইউজারদের উপকার হয় এমন সকল তথ্য বা সার্ভিস সরবরাহ করে থাকেন তাহলে অবশ্যই আপনারর ওয়েবসাইটটি সকল সার্চ ইঞ্জিন গুলো ভালো চোখে দেখবে।
অনপেইজ এসইও এর মধ্যে যে কাজ গুলো করতে হয় তার তালিকা নিচপ দেওয়া হলোঃ
১/ কিবোর্ড বেজ টাইটেল
২/ কিবোর্ড বেজ মেটা ডেসক্রিপশন
৩/ ইউ আর এল ইত্যাদি।
অফ পেজ এসইও
আপনার ওয়েবসাইট এর কথা বিভিন্ন ওয়েবসাইট এ প্রচার করাকে অফ পেইজ এস বলা হয়। এটা সাধারণত মার্কেটিং এর মতো। অফ পেইজ এসওকে লিংক বিল্ডিং ও বলা হয়।
লিংক বিল্ডিং কয়েক ধরনের হয়ে থাকে।
যেমনঃ
১/ গেস্ট পোস্ট
২/ ব্লগ কমেন্ট
৩/ প্রোফাইল ব্যাকলিংক
৪/ ওয়েব ২ ব্যাকলিংক
৫/ সোশ্যাল শেয়ারিং ইত্যাদি।
উদাহরণ স্বরূপ একটি ওয়েবসাইট কে যদি একটি দোকানের সাথে তুলনা যাক। আপনি যদি একটি দোকান দেন তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে যেমন প্রথমে আপনার দোকানের ভিতরকে ভালো করে সাজিয়ে নিতে হবে এবং তারপর আপনার দোকানের নামটি বিভিন্ন পোস্টার বা ব্যানারের মাধ্যমে সকলকে জানাতে হবে। এখানে দোকান সাজানোর কাজটি হলো অনপেইজ এসইও এর মতো এবং পোস্টারের কাজ হলো অফ পেইজ এসইও এর মতো
কী ওয়ার্ড রিসার্চ
কীওয়ার্ড রিসার্চ হল শব্দগুচ্ছ বা শব্দ আবিষ্কারের পদ্ধতি, সার্চ ইঞ্জিনে সার্চ টার্ম হিসেবে মানুষ অনুসন্ধান করে।কীওয়ার্ড সার্চিং হল ইন্টারনেট ব্যবহারকারীরা যা খুঁজছেন তা খুঁজে বের করতে ব্যবহৃত শব্দগুলি।
ধরেন, আমি যদি একটি নতুন এক জোড়া ওয়াইট ট্রেইনার খুঁজছি, আমি হয়তো ‘নারীদের জন্য ওয়াইট ট্রেইনার’ বা ‘নারীদের জন্য নাইকি ওয়াট ট্রেইনার অনুসন্ধান করতে পারি। কিছু কিওয়ার্ড দীর্ঘ এবং কিছু ছোট হয়ে থাকে।